সর্বশেষ

চট্টগ্রামে আইনজীবীদের জন্য এম্বুল্যান্স ক্রয়

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির সদস্যদের ২৪ ঘন্টা জরুরি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি এম্বুল্যান্স ক্রয় করা হয়েছে।

জেলা সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট  এ এইচ এম জিয়া উদ্দিনের  প্রচেষ্টায় শীতাতপ নিয়ন্ত্রিত এম্বুল্যান্সটি ক্রয় করা হয়েছে বলে জানা গেছে। এর আগে সমিতির কার্যনির্বাহী কমিটির উদ্যোগ করোনা পরিস্থিতিতে সমিতির সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে অক্সিজেন, নেবুলাইজারসহ প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ইমরুল হক মেনন বলেন, বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে

চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে অনেকেই জরুরি চিকিৎসা বঞ্চিত হচ্ছেন।ইতিমধ্যে অনেক আইনজীবীও করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে সমিতির সাধারণ সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যকরী কমিটি-২০২০ এর উদ্যেগে আমাদের সাধারন সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন স্যারের আন্তরিক প্রচেষ্টায় নতুন এম্বুল্যান্সটি ক্রয় করা হয়েছে। এম্বুলেন্সটি ২৪ ঘণ্টা সমিতির সদস্যদের সেবা প্রদানের জন্য চালু থাকবে। এটি ক্রয়ে আইনজীবীদের ফান্ড থেকে কোন অর্থ খরচ হয়নি জানিয়ে তিনি বলেন, এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যনির্বাহী কমিটির উদ্যোগে সমিতির সদস্যদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য  অক্সিজেন, নেবুলাইজ মেশিনসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। সমিতির সদস্যদের কোভিট পরীক্ষাসহ যেকোনো প্রয়োজনে আমাদের সাধারণ সম্পাদক মহোদয়সহ কমিটির অন্যনরাও সার্বক্ষণিক সহযোগিতা করছেন। 
দেশের এই পরিস্থিতিতে নিজস্ব এম্বুল্যান্স ক্রয়ের খবরে খুশি আইনজীবীরা। ফেসবুকে সমিতির সাবেক অনেক কর্মকর্তাও বর্তমান কমিটির এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য এডভোকেট  রুবেল কুমার দেব অপু বলেন,  করোনার এই সংকটকালে এটি নিসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রতি আইনজীবীরা কৃতজ্ঞ।

সূত্রঃ চাটগাঁ সংবাদ  

মন্তব্য লিখুন