চট্টগ্রামে স্বাভাবিক কোর্ট চালুর দাবিতে সমাবেশ
চট্টগ্রামে আগামী ১ জুলাই থেকে ভার্চুয়াল কোর্ট বন্ধ করে স্বাভাবিক কোর্ট চালুর দাবি সমাবেশ করেছেন কয়েকশ’ আইনজীবী।
সাবেক চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এইচ এম বদরুল আনোয়ার চৌধুরী, মো. ফেরদৌস আহমদ, মো. রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, জাগ্রত আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক টি আর খানসহ সিনিয়র আরো বেশ কয়েকজন আইনজীবী।
জাগ্রত আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট টি আর খান সমকালকে বলেন, চট্টগ্রাম পাঁচ হাজারের বেশি আইনজীবী রয়েছেন। সকল আইনজীবীই চাচ্ছেন ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা বন্ধ করে পুনরায় একচুয়াল কোর্ট ব্যবস্থা চালু হোক। আমরা বারকে স্মারকলিপি দিয়ে বলেছি আগামী ১ জুলাই থেকে আদালতের কার্যক্রম চালু না হলে কোর্ট বর্জনসহ কঠোর কর্মসুচি দিয়ে আন্দোলনে যাবে সাধারণ আইনজীবীরা। দীর্ঘদিন ধরে আদালত বন্ধ থাকায় সাধারণ আইনজীবীদের আয় রোজগার বন্ধ রয়েছে। অনেকে খুব কষ্টে জীবনযাপন করছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির হোসাইন বলেন, সাধারণ আইনজীবীরা একটি স্মারকলিপি দিয়েছেন। আমি এটি গ্রহণ করে সভাপতি-সাধারণ সম্পাদককে অবহিত করেছি। সাধারণ আইনজীবীদের সঙ্গে আমরাও একমত। শিগগির প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে কোর্ট চালু করার বিষয়ে আমরা চিঠি দেবো।
চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে কোর্ট দ্রুত চালু করা উচিত। আইনজীবীরা সে দিকে তাকিয়ে রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কাছে একটি স্মারকলিপিও জমা দেন সাধারণ আইনজীবীরা।
সাবেক চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এইচ এম বদরুল আনোয়ার চৌধুরী, মো. ফেরদৌস আহমদ, মো. রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, জাগ্রত আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক টি আর খানসহ সিনিয়র আরো বেশ কয়েকজন আইনজীবী।
জাগ্রত আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট টি আর খান সমকালকে বলেন, চট্টগ্রাম পাঁচ হাজারের বেশি আইনজীবী রয়েছেন। সকল আইনজীবীই চাচ্ছেন ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা বন্ধ করে পুনরায় একচুয়াল কোর্ট ব্যবস্থা চালু হোক। আমরা বারকে স্মারকলিপি দিয়ে বলেছি আগামী ১ জুলাই থেকে আদালতের কার্যক্রম চালু না হলে কোর্ট বর্জনসহ কঠোর কর্মসুচি দিয়ে আন্দোলনে যাবে সাধারণ আইনজীবীরা। দীর্ঘদিন ধরে আদালত বন্ধ থাকায় সাধারণ আইনজীবীদের আয় রোজগার বন্ধ রয়েছে। অনেকে খুব কষ্টে জীবনযাপন করছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির হোসাইন বলেন, সাধারণ আইনজীবীরা একটি স্মারকলিপি দিয়েছেন। আমি এটি গ্রহণ করে সভাপতি-সাধারণ সম্পাদককে অবহিত করেছি। সাধারণ আইনজীবীদের সঙ্গে আমরাও একমত। শিগগির প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে কোর্ট চালু করার বিষয়ে আমরা চিঠি দেবো।
চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে কোর্ট দ্রুত চালু করা উচিত। আইনজীবীরা সে দিকে তাকিয়ে রয়েছে।
উল্লেখ্য, করোনা সংকট শুরুর পর সুপ্রিম কোর্ট করোনা সংক্রমণ নিরসনে চট্টগ্রামসহ দেশের নিন্ম আদালতসমূহে ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা চালু করেন। এটি এখনো বহাল রয়েছে।
সূত্রঃ সমকাল
মন্তব্য লিখুন