করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে তিনি মারা যান।
জুনিয়র আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, ‘স্যার মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন।’
তিনি আরও জানান, করোনা আক্রান্ত হওয়ায় আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্যারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে গ্রামের বাড়ি কুমিল্লায় দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।
জুনিয়র আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, ‘স্যার মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন।’
তিনি আরও জানান, করোনা আক্রান্ত হওয়ায় আজগর আলী হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্যারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে গ্রামের বাড়ি কুমিল্লায় দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।
সূত্রঃ বাংলা ট্রিবিউন
মন্তব্য লিখুন