সর্বশেষ

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আইনজীবী সহকারী

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া আইনজীবী সহকারীর নাম নূরুল ইসলাম । তিনি বগুড়া শহরের কাটনারপাড়া আলোর মেলা স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি এলাকায়। তার ছেলে সাদিকুল ইসলাম জানান, তার বাবা জ্বর, কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। ১২ জুন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হন। এরপর বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন চিকিৎসক দেখার পর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর অ্যাম্বুলেন্সে ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


মন্তব্য লিখুন