সর্বশেষ

নিয়মিত কোর্ট চালুর দাবিতে টাঙ্গাইলে র‌্যালি ও মানববন্ধন

ভার্চুয়াল কোর্ট নয়, আগামী ১ জুলাই থেকে নিয়মিত কোর্ট চালুর দাবিতে টাঙ্গাইলে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীদের একাংশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সামনে থেকে একটি র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ কোর্টের সামনে মানববন্ধনের আয়োজন করেন তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি মীর শামসুল আলম শাহজাদা, আব্দুল বাকী মিয়া, আলফান আলী মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ই সিবলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে মার্কেট, গণপরিবহন, বিভিন্ন অফিস খোলা হয়েছে। সেকারণে আগামী ১ জুলাই থেকে নিয়মিত কোর্ট খোলার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় ভার্চুয়াল কোর্ট বর্জনসহ দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন আইনজীবীরা।

সূত্রঃ ঢাকা ট্রিবিউন

No comments