ক্রিকেটঃ ২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট
ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব- এমসিসি'র প্রথম নারী সভাপতি হবেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্লেয়ার কনর। ক্লাবটির ২৩৩ বছরের ইতিহাসে তিনিই হবেন প্রথম নারী প্রেসিডেন্ট। ১৯৯৮ সালের আগে নারীরা এমসিসি'র সদস্য পদই পেত না।
কনর বর্তমানে ইংল্যান্ড নারী দলের ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন। ২০২২ সালের ৩০ অক্টোবর পর্যন্ত এমসিসির প্রেসিডেন্ট থাকবেন তিনি।
১৯৯৫ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক কনরের। ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড দলের দায়িত্ব পান। তার হাত ধরেই ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০তে নারীদের প্রথম অ্যাশেজ জেতে ইংল্যান্ড।
সূত্রঃ সময় নিউজ
মন্তব্য লিখুন