সর্বশেষ

নরসিংদী প্রেসক্লাবের সামনে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবীতে সারা দেশের ন্যায় নরসিংদীতেও শিক্ষানবীশ আইনজীবীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (৩০জুন) ২০১৭ ও ২০২০ সালে বাংলাদেশ বার কাউন্সিল এর অ্যাডভোকেটশীপ তালিকা ভূক্তি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা নরসিংদী প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় এই কর্মসূচী পালন করে।

কর্মসূচীতে তাদেরকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী করেন। কর্মসূচীতে বক্তব্য কালে শিক্ষানবীশ আইনজীবী শামীম হাসান বলেন, আমরা যারা ২০১৭ সালে এমসিকিউ পাশ করেছি তাদের তিন বছর পার হয়ে গেছে আর যারা ২০২০ সালে পাশ করেছি তাদের চার মাস হয়ে গেছে। বর্তমানে করোনার কারণে আমাদের লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে বছরের পর বছর আমরা ভোগান্তির স্বীকার হচ্ছি। আমাদের আয় রোজগাড় না থাকায় আর্তিক সংকটের কারণে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহরে জীবন যাবন করছি। যেহেতু এটা কোন সরকারী চাকুরী নয়, ফলে সনদ প্রদান করলে সরকারের কোন ক্ষতি নেই। এমতাবস্থায় আমাদের সদন প্রদানের জন্য আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোর দাবী করছি।

কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আক্রাম হোসেন সেলিম, মোঃ রিপন ইসলাম, এস, এম শরীফ, নাছরিন আক্তার, কাজী শিশির আহমেদে, মোঃ সাদেকুর রহমান, এস. এম আরিফুল হাসান প্রমুখ।

সূত্রঃ ডেইলি সরকার

No comments