সাম্প্রতিক ঘটনাবলীঃ জুন ২০২০ পর্ব ২
০১| ২০২০-২১ অর্থবছরের বাজেটের আকার
→৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা
→ঘাটতি ১,৯০,০০০ কোটি টাকা
→মোট আয় ৩,৮২,০১৩ কোটি টাকা
→মোট রাজস্ব ৩,৭৮,০০০ কোটি টাকা
→ADP ২,০৫,১৪৫ কোটি টাকা
→প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২০ শতাংশ
→মুদ্রাস্ফীতি ৫.৪ শতাংশ
→অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ২য় বাজেট
→বাজেটের শিরোনাম "অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা"
→২০১৯-২০ বাজেট ছিল ৫,২৩,১৯০ কোটি টাকা
→সরকার পরিচালনার ব্যয় ৩,৪৮,১৮০ কোটি টাকা
→গত বছর প্রবৃদ্ধি ছিল ৮.১৩%
→সাধারণ মানুষের কর আয় সীমা ৩ লাখ টাকা
→স্বাস্থ্য খাতে বরাদ্দ ২৯,২৪৭ কোটি টাকা
০২| বাজেটের ঘাটতি মোকাবেলায় সরকারকে নির্ভর করতে হবে___ব্যাংক খাতের উপর
০৩| কভিট-১৯ এর কারণে আয় কমেছে___৯৫% মানুষের ও কাজ হারিয়েছে ৬২% নিম্ন আয়ের মানুষ
০৪| বিশ্বকে AIDS মুক্ত করার অঙ্গীকার__২০৩১ সালে। করোনাভাইরাসকে এইডসের চেয়ে শক্তিশালী বলা হয়েছে।
০৫| বর্তমানে দেশে ভিক্ষুক রয়েছে___২,৫০,০০০+(মোট জনসংখ্যার ০.১৭%)
০৬| ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ___ইতালি
০৭| ইতিলির বর্তমান প্রধানমন্ত্রী___জুসেপ্পে কন্তে
০৮| সম্প্রতি যে দেশ তাদের মানচিত্রে লিপুলেখ,কালাপানি ও লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করেছে___নেপাল
০৯| ওয়াল্ড ইউনিভার্সিটি র্যাংকিং প্রতিবেদন ২০২০-২১ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান___১৭৯৪ তম
(১ম হার্ভাড)ভারতের ১৬টি, পাকিস্তানের ২টি ১হাজারে ভেতরে আছে।
১০| বিশ্বব্যাপী পরিবেশ দূষণে সবচেয়ে বেশি ৩০% দূষণ করে___চীন(বিশ্বে কার্বন নিঃসরণে ১ম)
১১| দেশে স্থাপিত কাগজ মিলের সংখ্যা___১০৬টি
নোট রমজান
১২| ফোর্বসের প্রতিবেদনে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী___জেফ বেজোস। তার সম্পদ ১১৩ বিলিয়ন।২য় বিল গেটস(৯৮বি.)জুকার ৭ নম্বরে
১৩| করোনা প্রতিরোধে "ইনহেলার ভ্যাকসিন" তৈরি করেছে___যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
১৪| তানজানিয়া রাজধানী___দোদোমা(সম্প্রতি করোনামুক্ত ঘোষণা করে)
১৫| লর্ড ক্লাইভের মূর্তি রয়েছে___পশ্চিম ইংল্যান্ডের শ্রেসবেরিতে(ইংল্যান্ডবাসী তাকে অত্যাচারের প্রতীক বলে)
১৬| "রয়টার্স"হচ্ছে___ব্রিটিশ সংবাদ সংস্থা
১৭|
বিশ্বব্যাংকের মতে চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি ১.৬ শতাংশ কমতে পারে। গত বছর
প্রবৃদ্ধি ছিল ৮.১৩% ২০২০-২১ অর্থ বছরে ৮.২০% লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
১৮| মার্কিন সেনেট বিমান বাহিনির প্রধান হিসেবে বেছে নিলেন___কৃষ্ণাঙ্গ চার্লস ব্রাউনকে
১৯| "গত ৫০ বছরের মধ্যে গোটা বিশ্ব খাদ্য সংকটের দ্বারপ্রান্তে"বলেছেন___ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
২০| বিশ্ব র্যাংকিং এ করোনাভাইরাস আক্রান্তের তালিকায় বাংলাদেশ এখন___১৬তম!
২১| মৎস্য অধিদপ্তরের সূত্র অনুযায়ী দেশে বর্তমানে উৎপাদিত মাছের পরিমাণ___৪২.৭৭ লাখ মেট্রিক টন
২২| বাংলাদেশের রেলওয়ের হিসেবে বর্তমানে রেলওয়ের দৈর্ঘ্য___২৯৫৬ কি.মি.
২৩| সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বে(১৮০)বাংলাদেশ___১৫১তম
২৪| নেপালি ভাষায় "কারাগারের রোজনামচা"অনুবাদ ও প্রকাশ করে___নেপালের বাংলাদেশ দূতাবাস
২৫| বর্তমানে ইন্দো-বাংলাদেশ নৌ-প্রটোকল রুটের সংখ্যা___১০টি
২৬| জাতীয় অধ্যাপক ও কথাসাহিত্যিক ড.আনিসুজ্জামান মারা যায়___১৪ মে, ২০২০
২৭| বাংলাদেশের যে সংস্থা প্রথম করোনাভাইরাসে প্রতিরোধ কার্যক্রর ওষুধ "রেমডিসিভি"উৎপাদন করে___SKF ফার্মাসিউটিক্যালস লি.
২৮| "সংসদ বাংলাদেশ টেলিভিশন" বিষয়ভিত্তিক পাঠদান শুরু করে____ ৭ এপ্রিল ২০২০
২৯|
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রার্থীর মনোনয়নে পেনসিলভানিয়া
স্টেট অডিটর জেনারেল পদে ৮০ হাজার ভোটে জয় লাভ করেছে___ড. নীনা আহমেদ
৩০| নিউজিল্যান্ডের শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন___জেসিন্ডা আর্ডার্ন
৩১| হিমালয়ের চূড়ায় 5G চালু করেছে ___চায়না মোবাইল ও হুয়াওয়ে
৩২| যে দেশে লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে___তিউনিসিয়ায়
৩৩| করোনা রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সৌদি যে পরিমাণ অর্থ সহায়তা করেছে___৫০০ মিলিয়ন ড.
৩৪| করোনার কারণে ১৭০ দেশের মাথাপিছু আয়ে প্রভাব পড়বে বলেছে___IMF
৩৫| লাদাখ নিয়ে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল___১৯৬২ সালে
৩৬| লাদাখ সীমান্তে ভারত-চীন হতাহতের সংঘাত হয়___১৫ জুন,২০২০
৩৭| জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৬ হওয়ার কথা___যুক্তরাজ্যের গ্লাসগো তে
৩৮| ভারতের করোনা সংক্রমণের অন্যতম পিনপয়েন্ট এশিয়ার বৃহত্তম বস্তি"ধারাবি" অবস্থিত___ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে
৩৯| ঘূর্ণিঝড় আমফান আঘাত এনেছিল____২০ মে,২০২০
৪০| বর্তমানে বাংলাদেশের রপ্তানী বাণিজ্যে ২য় অবস্থানে___পাট খাত
৪১| বর্তমানে জাতিসংঘের "শান্তিরক্ষী বাহিনিতে বিশ্বে বাংলাদেশ___২য়
৪২| চীনা সার্ভে টিমের তথ্যমতে এভারেস্টের উচ্চতা___৮,৮৪৪.৪৩ মি.
৪৩| করোনা মোকাবেলায় চীনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে___অস্ট্রেলিয়া
৪৪| করোনাভাইরাসের জন্য যে দেশের প্রেসিডেন্টসহ সব এমপিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে___বসতোয়ানার
৪৫| করোনা মোকাবেলায় বাংলাদেশকে ১০কোটি ডলার বা ৮৬০ কোটি টাকা দিবে___বিশ্বব্যাংক
৪৬| বর্তমানে বাংলাদেশ করোনায় আক্রান্তে___ দ.এশিয়ায় ৩য়
৪৭| দেশের ২য় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য___সাগরপুত্র খ্যাত নিঝুম দ্বীপ(৯১ বর্গ কি.মি.)
৪৮।বাংলাদেশী পণ্যে চীন সরকার শুল্কমুক্ত সুবিধা দিয়েছে___৯৭% (৮২৫৬টি পণ্যের)
৪৯| বিশ্ব শরণার্থী দিবস___২০ জুন
৫০| গবেষকদের মতে করোনাভাইরাস টি প্রথম প্রবেশ করেছিল___বাদুরের শরীরে
৫১| বর্তমানে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ___৩৪.৫৯ বিলিয়ন মার্কিন ডলার(১৭ জুন পর্যন্ত)
৫২। ২০১৯-২০২০ অর্থবছরে রিজার্ভের পরিমাণ ছিল____১৬.৯২ বিলিয়ন মার্কিন ডলার
৫৩| ২৩ জুন আওয়ামীলীগের____৭১তম জন্মদিন
৫৪| সম্প্রতি একনেক ৯,৪৬০ কোটি ৯ লাখ টাকা অনুমোদন দিয়েছে___১০টি
৫৫| শেখ হাসিনা সফটওয়্যার পার্ক অবস্থিত___যশোরে
৫৬| কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংক বাংলাদেশকে___২১২২ কোটি টাকা ঋণ দিচ্ছে।
৫৭| বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়___ওয়াশিংটন ডিসিতে
৫৮|
বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩ প্রকল্পে ঋণ দিচ্ছে___১৫০ কোটি ডলার বা ৯ হাজার
কোটি টাকা(সফটওয়্যার পার্ক তৈরিতে ৪০% ও অর্থনৈতিক অঞ্চলে ২০%)
৫৯|
চীনের বাজারে ৯৭% শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশ মেনে নিয়েছে___২টি
শর্ত(১. AFTA সুবিধা অকার্যকর, ২. আপটা সুবিধা নিলে ৪০% ভ্যাট দিতে হবে)
৬০| লিভিংগার্ড হচ্ছে___সুইজারল্যান্ডের হাইজিন টেকনোলজি সংস্থা
নোট____রমজান
৬১| LOAC ও LOC হচ্ছে___Line of actual control(ভারত-চীন সীমান্ত রেখা) ও Line of control(ভারত পাকিস্তান সীমান্ত রেখা
৬২| বঙ্গবন্ধু "ছাত্রলীগ" তৈরি করেন___১৯৪৮ সালের ৪ জানুয়ারী (১৫০ নং মোগলটুলীর ওয়ার্কাস ক্যাম্পে)
৬৩|
বিশিষ্ট সাহিত্যিক আবুল মনসুর প্রণীত ২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট গঠিত
হয়___১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে(ফ্রন্টের সর্ব কনিষ্ঠ সদস্য ছিলেন
শেখ মুজিব)
৬৪| "জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা" স্লোগানটি___১৯৬২ সালে শুরু
৬৫| "পাঞ্জাব না বাংলা,পিন্ডি না ঢাকা" স্লোগানটি___১৯৬৯ সালের
৬৪| "DACA" হচ্ছে "ডিফার্ড অ্যাকশন ফর চাইলহুড অ্যারাইভালস"ট্রাম্পের অভিবাসী তাড়ানোর পরিকল্পনা
৬৫| ভেনেজুয়েলার রাজধানীর নাম___কারাকাস
৬৬| সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরোদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে____ভেনেজুয়েলা
৬৭| বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধির নাম____তোমো হোজুমি
৬৮| বর্তমানে দেশে শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে____৩টি
৬৯| সম্প্রতি নতুন গিরি"খাতের সন্ধান পাওয়া গেছে___শ্রীমঙ্গলে
৭০| আন্তর্জাতিক "Public Service Commotion Day"____২৩ জুন
৭১| জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক "Public Service Commotion Day"পালিত হচ্ছে___২০০৩ সাল থেকে
৭২|
রাশিয়ার বর্তমান সংবিধান অনুয়ায়ী___১ ব্যক্তি একটানা ২ বারের বেশি ক্ষমতায়
থাকতে পারবে না(রাশিয়ার পরবর্তী নির্বাচন হবে ২০২৪ সালে)
৭৩| "প্যাংগং ও গালওয়ান" হচ্ছে____ভারতীয় ভূ-খণ্ডে থাকা ২টি হ্রদ যা চীন নিজেদের বলে দাবি করে।
৭৪| পৃথিবীর প্রাচীনতম রাজনৈতিক দল___ডেমোক্র্যাট
৭৫| এশিয়ার প্রাচীনতম দল___কংগ্রেস
৭৬|
বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে___ভুটান (প্রথম
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA করবে ভুটানের সাথে বাংলাদেশ)
৭৭|
বিশ্ব শান্তি সূচক ধারণা প্রকাশ করে___অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান "ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস(IEP)
৭৮| বিশ্ব শান্তি সূচকে ১৬৩টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশ___ ৯৭তম(২০১৯ সালে ছিল ১০১তম)
৭৯| বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ___আইসল্যান্ড(২০০৮ সাল থেকে)
৮০| সম্প্রতি ভারত-চীন সংঘর্ষ ঘটে___ভারত-চীন সীমান্তের লাইন অব একচুয়াল কন্ট্রোল(LAC) লাদাখের গালওয়ান উপত্যকায়
৮১| অষ্টমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য (২০২১-২২)নির্বাচিত হয়েছে ____ভারত
৮২| "দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড" বইটি লিখেছেন__ট্রাম্পের নিরাপত্তাবিষয়ক সাবেক উপদেষ্টা জন বোল্টন
৮৩| সম্প্রতি বর্ণবিদ্বেষ বিরোধী কমিশন গঠন করেছে____যুক্তরাজ্য
৮৪| ভারত-নেপাল সীমান্তবর্তী স্থান "কালাপানি"আয়তন___৪০০ বর্গমাইল
৮৫| সম্প্রতি(৮ মে)ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনের তিব্বত সীমান্তে যত কিলোমিটার সড়ক উদ্বোধন করেন___৮০ কি.মি.
৮৬| দ.কোরিয়া ও উত্তর কোরিয়ার আলোচনার জন্য তৈরি অফিসের নাম___লিয়াজোঁ অফিস
৮৭| উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে তৈরি পার্ক___কায়সং ইন্ডাস্ট্রিয়াল পার্ক
৮৮| KCN হচ্ছে____উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম।
৮৯| হন্ডুরাসের প্রেসিডেন্টের নাম___হুয়ান অরলান্ডো(সম্প্রতি সপরিবারে করোনায় আক্রান্ত)
৯০| লন্ডনের বর্তমান মেয়রের নাম___ সাদিক খান
৯১| উইঘুর মুসলমানদের সুরক্ষা বিল "উইঘুর মানবাধিকার অ্যাক্ট-২০২০"পাশ করেছে যে দেশ___যুক্তরাষ্ট্র
৯২| SDG প্লাটফর্মের তথ্যমতে দেশে চাকরি হারানোর ঝুঁকিতে অাছে__১.৩ কোটি,
৯৩| যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে যাচ্ছে____ওয়াশিংটনডিসি। ৭ লাখ লোকের অধিকাংসই কৃষ্ণাঙ্গ
৯৫| সম্প্রতি সুপারসনিক অস্ত্র তৈরি শুরু করেছে____ইরান
৯৬| সম্প্রতি সদরঘাটের বুড়িগঙ্গায় যে লঞ্চের ধাক্কায় "মর্নিং বার্ড" লঞ্চ ডুবে ৩২ জনের মৃত্যু হয়?
___ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ২৯ জুন ২০২০ তারিখে ৩২জন পানিতে ডুবে মারা যায়
৯৭| CDC'র তথ্যমতে করোনাভাইরাসের এখন পর্যন্ত মোট উপসর্গ পেয়েছে___১২টি
৯৮| বাংলা একাডেমির বর্তমান সভাপতি হয়েছেন?___শামসুজ্জামান খান(৩ বছরের জন্য ২য়বারের মতো সভাপতি হলেন)
৯৯| বর্তমানে বীরবিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা কত জন?___১৭৬ জন(সর্বশেষ ৬ জুন দুর্বার প্লাটুনের কমান্ডার আব্দুল খালেককে খেতাব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়)
১০০| দেশে বর্তমানে বৈদেশিক রিজার্ভের পরিমাণ কত?___৩৫ বিলিয়ন ডলার(আমদানি যত কম এবং রপ্তানি যত বেশি বা স্থিতিশীল রিজার্ভের পরিমাণও তত বাড়বে)
১০১| বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি?___৪৬টি আরও ৫টি স্থাপনের উদ্যোগ। নারায়ানগঞ্জ, নাটোরে ২টি,মেহেরপুরে ২টি(২০২০-২১ বাজেটে ৮,৪৮৫ কোটি টাকা বাজেট অনুমোদন)
১০২| বর্তমান বিশ্বে Youtube ব্যবহার করে?___১৩০ কোটি মানুষ
১০৩| Youtube এর যাত্রা শুরু হয়?___২০০৫
সালে সাদ হারলি,স্টিভ চেন ও বাংলাদেশের জাভেদ করিমের হাতে(১কোটি ১৫ লাখ
ডলার নির্মাণ ব্যয়ে গুগল ২০০৬ সালে কিনে নেয় ১৬৫ কোটি ডলারে)
১০৪| ২০২০-২১ বাজেট বক্তৃতা অনুসারে বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?___২,১৭৩ ডলার(২০১৯-২০২০ এ ছিল ১৯০৯ মা.ড.)
১০৫| চীন আকসাই দখল করে?___১৯৬২ সালে
১০৬| ভারতের বিহার রাজ্যের সাগাউলে কালাপানি-লিপুলেখ-লিম্পুয়াধুরা নিয়ে নেপাল-ব্রিটেনের মধ্যে(১৮১৫) যে ঐতিহাসিক চুক্তি হয় তার নাম?___সাগাউলি চুক্তি
১০৭| বিশ্ব আবহাওয়া সংস্থার মতে বিশ্বের সবচেয়ে দীর্ঘ(৭০০ কিমি) বিদ্যুৎচমকের ঘটনা ঘটেছে?___ব্রাজিলে(সবচেয়ে বেশি স্থায়ী ছিল ১৭ সেকেন্ড আর্জেন্টিনা)
১০৮| দেশে সরকারি পাটকল রয়েছে?___২৪টি
১০৯| ডয়চেভেল যে দেশের সংবাদ সংস্থা?___জার্মানির
১১০| জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ?___বরিশাল
১১১| নীল নদের পানি প্রবাহিত হয়?___১১টি দেশে
১১২| "ব্লু নাইল ড্যাম"কী?___নীল নদের পানি বণ্টনের প্রকল্প
১১৩| আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস?___২৬ জুন
১১৪| করোনায় আক্রান্ত প্রায়?___২১৩টি দেশ ও অঞ্চলে ১কোটি মানুষ
১১৫| সম্প্রতি চীনে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে?___জিনফাদো নামক মার্কেটে
১১৬| "টাটোপানি ও রসুয়াগাড়ি" কী?___চীনের সাথে থাকা নেপালের সীমান্ত গেট
১১৭| "রাফাল" কী?___ফান্সের তৈরি ভারতের কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান
১১৮| সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটে সর্বসম্মতিতে পাশ হয়?___হংকং স্বায়ত্তশাসন আইন
১১৯| "আকুপাংচার"কী?___চীনে প্রচলিত এক ধরনের চিকিৎসা
১২০| নেপালে প্রতিবছর "জাতীয় ধান দিবস" পালিত হয়?___২৯ জুনে
লিখেছেনঃ মোঃ রমজান
মন্তব্য লিখুন