সর্বশেষ

সুপ্রীমকোর্টের আইনজীবীদের করোনা চিকিৎসা তিন হাসপাতালে । হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা ফ্রি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুপ্রীমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষায় এবং আক্রান্তদের চিকিৎসার জন্য তিনটি বিশেষায়িত হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। হাসপাতালগুলো হলো- হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও উত্তরার ইস্ট-ওয়েস্ট হাসপাতাল। এর মধ্যে হলি ফ্যামিলি হাসপাতাল চিকিৎসা করবে পুরোপুরি ফ্রি। সুপ্রীমকোর্ট বার সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।



এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, আমরা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ মোঃ আমিনুল হাসান স্বাক্ষরিত চিঠি পেয়েছি। আমি প্রথমেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই অশেষ কৃতজ্ঞতা। আশা করি, ভবিষ্যতেও তারা আইনজীবীদের পাশে থাকবেন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য সচিবের কাছে আইনজীবীদের স্বাস্থ্য সুরক্ষায় এবং চিকিৎসার দাবিতে পৃথক দুটি আবেদন করা হয়।

মন্তব্য লিখুন